নিখোঁজ শ্রমিক নেতা বাবুল হোসেনকে নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবি

ফাইল ছবি

নিখোঁজ শ্রমিক নেতা বাবুল হোসেনকে নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

শ্রমিক মজুরি আন্দোলনের নেতা ও গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে সুস্থ অবস্থায় ও নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তার পরিবার ও গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।

বুধবার (১৫ নভেম্বর) হাতিরপুলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় শুক্রবারের মধ্যে তার সন্ধান না পাওয়া গেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার।

তাসলিমা বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর গাজীপুরের কোনাবাড়ি থেকে তিনি নিখোঁজ হন।

সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সাথে এবং গাজীপুরের কর্মীদের সাথে দেখা করতে গাজীপুর যান তিনি। নিখোঁজের পর আশুলিয়া সাভারসহ কয়েকটি থানায় যোগাযোগ করা হলেও কোন সন্ধান পাওয়া যায়নি তার।

তাসলিমা বলেন, আটক করে, গুম করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদেরকে ভয় দেখিয়ে আন্দোলন দমন করতে চাইছে। তিনি অবিলম্বে বাবুল হোসেনকে ফিরিয়ে দেয়া ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

একইসঙ্গে অজ্ঞাতনামা ও মিথ্যা মামলা প্রত্যাহারও চান তারা। সংবাদ সম্মেলনে বাবুলের স্ত্রী লায়াইজু আক্তারও একই দাবি জানান।

news24bd.tv/FA