নির্বাচনী দায়িত্ব হিসেবেই তফসিল ঘোষণা করছে ইসি : চুন্নু

নির্বাচনী দায়িত্ব হিসেবেই তফসিল ঘোষণা করছে ইসি : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে তফসিলের আগে সরকারের উচিৎ ছিলো নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সাক্ষাৎকারে চুন্নু বলেন, ইসির তফসিল ঘোষণা করতেই হবে। তারা তফসিল ঘোষণা করার আগে সবাইকে নিয়ে বসে তারপর ঘোষণা করলে বিষয়টা ভালো হতো।

যদিও এটা সময়মতো করা তাদের দায়িত্ব।

জাপা মহাসচিব বলেন, তারপরেও আমরা বলতে পারি এটার জন্য একটা ভালো সময়  ও পরিবেশ সৃষ্টি করার দরকার ছিলো। কারণ এটা পরিবর্তন করার ক্ষমতা তো ইসির আছে। এ বিষয়ে আমাদের কোনো কথা নেই।

তিনি বলেন, আমরা নির্বাচনের একটা ভালো পরিবেশ চাই। জাতীয় পার্টির নির্বাচন করার সকল প্রস্তুতি রয়েছে। প্রার্থী বাছাই, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সব প্রস্তুতি রয়েছে।

চুন্নু বলেন, বিগত কয়েকটি উপনির্বাচনে বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। সেখানে সরকারি দলের লোকজনের বিরোধীদের ওপর জবরদস্তির ঘটনাও দেখেছি। একসাথে অনেক সিল মারার ঘটনাও আমরা লক্ষ করেছি। কারণ সিল মারা আওয়ামী লীগের অভ্যাস হয়ে গেছে।

সমালোচনা করে চুন্নু বলেন, তারা ভোটারদের কষ্ট দিতে চায় না। কেন ভোটাররা কষ্ট করে সিল মারতে যাবে। আওয়ামী লীগ পাশ করবে জেনেও তাদের কর্মীরা সিল মেরে দেয়। এ জন্যই প্রস্তুতি থাকা স্বত্বেও নির্বাচনে যাবো কি যাবো না সেটা প্রশ্নবিদ্ধ রয়েছে।

জাপার এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি গত ৩৩ বছর দেশ শাষন করেছে। নির্বাচনটা কী প্রক্রিয়ায় হবে তারা এখনও সে সিদ্ধান্তে পৌছাতে পারে না। তারা যদি এমনই করবে তাহলে তো এরশাদ সাহেবের পদত্যাগ করার দরকার ছিলো না।

চুন্নু বলেন, আমরা মনে করি এই দুই দলের থেকে তাদের এই এক দফার কারণে দেশের আজ এ অবস্থা। মানুষ আতঙ্কে আছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। জাতীয় পার্টি এসব সমর্থন করে না। মানুষের জানমালের নিরাপত্তা জাপার কাছে সবার আগে। তাদের এক দফা থেকে সরে এসে আলোচনা করা উচিৎ বলেও মনে করেন তিনি।

news24bd.tv/FA