ভোটারদের কষ্টের কথা ভেবে সিল মেরে দেয় আওয়ামী লীগ : চুন্নু

ভোটারদের কষ্টের কথা ভেবে সিল মেরে দেয় আওয়ামী লীগ : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

ভোটারদের ভোট দিতে কষ্ট হতে পারে ভেবে আওয়ামী লীগের কর্মীরা সিল মেরে দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৫ নভেম্বর সন্ধ্যায় এক সাক্ষাৎকারে এসব বলেন চুন্নু। এসময় তিনি বলেন, বিগত কয়েকটি উপনির্বাচনে বেশ কিছু অসঙ্গতি দেখা গেছে। সেখানে সরকারি দলের লোকজনের বিরোধীদের ওপর জবরদস্তির ঘটনাও দেখেছি।

একসাথে অনেক সিল মারার ঘটনাও আমরা লক্ষ করেছি। কারণ সিল মারা আওয়ামী লীগের অভ্যাস হয়ে গেছে।

সমালোচনা করে চুন্নু বলেন, তারা ভোটারদের কষ্ট দিতে চায় না। কেন ভোটাররা কষ্ট করে সিল মারতে যাবে।

আওয়ামী লীগ পাশ করবে জেনেও তাদের কর্মীরা সিল মেরে দেয়। এ জন্যই প্রস্তুতি থাকা স্বত্বেও নির্বাচনে যাবো কি যাবো না সেটা প্রশ্নবিদ্ধ রয়েছে।

জাপার এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ ও বিএনপি গত ৩৩ বছর দেশ শাসন করেছে। নির্বাচনটা কী প্রক্রিয়ায় হবে তারা এখনও সে সিদ্ধান্তে পৌছাতে পারে না। তারা যদি এমনই করবে তাহলে তো এরশাদ সাহেবের পদত্যাগ করার দরকার ছিলো না।

news24bd.tv/FA