যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সংলাপের চিঠির জবাব দিল বিএনপি 

যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সংলাপের চিঠির জবাব দিল বিএনপি 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া নিঃশর্ত সংলাপের চিঠির জবাব দিয়েছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

চিঠির জবাবে যুক্তরাষ্ট্রের সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপের পরিবেশ নেই বলে মন্তব্য করেছে দলটি।

চিঠিতে স্বাক্ষর করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, চিঠিতে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। কিন্তু দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছেন কি-না তা নিয়ে প্রশ্ন তোলে দলটি।

চিঠির বিষয়বস্তু বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আলোচনার উদ্যোগ সরকারকে নিতে হবে।

সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের।

news24bd.tv/আইএএম