ইতালিতে সন্তান হলে জমি পুরস্কার

তৃতীয় সন্তান হলেই জমি পুরস্কার দেবে ইতালি সরকার

ইতালিতে সন্তান হলে জমি পুরস্কার

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশের মতো অনেক দেশ যখন হিমশিম খাচ্ছে তখন জাপান, জার্মানি, ইতালির মতো অনেক দেশ জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বিঘ্ন। এমনকি সন্তান হলে সেই পরিবারের জন্য পুরস্কারও ঘোষণা করা হচ্ছে। ইতালি সরকার তো রীতিমতো শিশু জন্মের হার বাড়াতে পরিবারগুলোকে জমি দান করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থাৎ, কোন পরিবারে তৃতীয় সন্তান আসলেই দেওয়া হবে জমি পুরস্কার।

 প্রবাসীরাও পাবেন এই সুযোগ।

ইতালিতে শিশুজন্মের হার এ মুহূর্তে ইউরোপের মধ্যে সবচেয়ে কম৷ ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে৷ অর্থাৎ, কমে যাচ্ছে কর্মক্ষম মানুষের সংখ্যা। এর প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। গত বছর ইতালিতে মাত্র ৪ লক্ষ ৬৪ হাজার জন্ম নিবন্ধিত হয়েছে।

হ্যা, দেশটির বিভিন্ন খাতে কাজ করার জন্য প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কর্মক্ষম মানুষ ইতালিতে পা ফেলছে। তবে তার মধ্যে প্রয়োজনীয় দক্ষ লোকের অভাব রয়েছে। বিষয়টি দুঃশ্চিন্তায় ফেলেছে ইতালি সরকারকে। তাই অচিরেই পরিবারে তৃতীয় সন্তান এলে জমি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে দেশটির সরকার৷

জানা গেছে, প্রস্তাবটি উগ্র ডানপন্থি লিগ পার্টির। আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে, তাঁদের বিনামূল্যে এক খণ্ড জমি দেওয়া হবে। জমি পাওয়ার সুযোগ পাবেন বিদেশিরাও। তবে তাদেরকে অবশ্যই দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইটালিতে বসবাস করার রেকর্ড থাকতে হবে।

ইটালির কৃষিমন্ত্রী গিয়ান মার্কো চেনতিনাইয়ো এর পক্ষে যুক্তিও দেখিয়েছেন। তার মতে, শহরের মানুষ সন্তান নিতে অনেক কিছু চিন্তা করে। গ্রামের দিকে এখনো মানুষ সন্তান নেয়। ইটালিতে এখন সরকারি মালিকানার প্রায় ৫ লক্ষ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। জমি দিয়ে জন্মহার বাড়াতে পারলে ওই জমিগুলোরও সদ্ব্যবহার হবে, পাশাপাশি জন্মহার কমে যাওয়ার সমস্যাও সমাধান হবে।

এদিকে ইতালিতে বৈধভাবে বহু প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। প্রস্তাবটি অনুমোদন পেলে ওইসব প্রবাসীদের মধ্যে যারা ১০ বছরের বেশি সময় ধরে ইতালিতে বসবাস করছেন এবং যাদের ইতোমধ্যে দুটি সন্তান রয়েছে, তারাও সুযোগটি পাবেন। অর্থাৎ, ইতালিতে নিজের জমিতে বসবাস করতে পারবেন।

সম্পর্কিত খবর