ইসরায়েলি নেতাদের বিচারের মুখোমুখি করার দাবি এরদোয়ানের

সংগৃহীত ছবি

ইসরায়েলি নেতাদের বিচারের মুখোমুখি করার দাবি এরদোয়ানের

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে দেশটির নেতাদের যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধ করছে এবং গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইসরায়েলি নেতাদের হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যুদ্ধাপরাধের জন্য বিচারের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে দেখা করার জন্য জার্মানিতে পরিকল্পিত সফরের দুই দিন আগে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে রয়েছে পশ্চিমের ‘সীমাহীন’ সমর্থনসহ ‘মানব ইতিহাসের সবচেয়ে বিশ্বাসঘাতক হামলা’।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং একটি রাজনৈতিক দল, যা অতীতের নির্বাচনে জয়ী হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও কিছু আরবদেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। অন্যদিকে আংকারা হামাসের কিছু সদস্যকে আতিথ্য করে এবং ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক