ভারত-বাংলাদেশ সম্পর্ক উপমহাদেশের অনন্য উদাহরণ : এস জয়শঙ্কর

ছবি: এএনআই।

ভারত-বাংলাদেশ সম্পর্ক উপমহাদেশের অনন্য উদাহরণ : এস জয়শঙ্কর

অনলাইন ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ-ভারতের চমৎকার সম্পর্ক নতুন নয়। গত এক দশকে সে সম্পর্কে নানা নতুনত্ব দেখা গেছে।

বুধবার লন্ডনে ইন্ডিয়ান হাইকমিশনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বলেন জয়শঙ্কর। তিনি বলেন, গত দশকে আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থল সীমানা নির্ধারণ করেছি।

যা সত্যিই অনেক বড় ব্যাপার।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সামুদ্রিক সীমানা নিয়ে জটিলতা ছিলো। আমরা সেটা নিয়ে সালিশে বসেছিলাম। সালিশে বসলেও আমরা সম্মত ছিলাম সালিশী রায় যাই হোক না কেন আমরা উভয়েই তা মেনে নেবো।

তিনি বলেন, সালিশী রায়ের অনেক কিছুই আমাদের পক্ষে না থাকলেও আমরা সেটা গ্রহণ করেছি। যেটা পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের একটি অনন্য উদাহরণ বলা যেতে পারে।

এস জয়শঙ্কর বলেন, আমরা দেশের উত্তর-পূর্বের জন্য বাংলাদেশি বন্দর ব্যবহার করছি। বাংলাদেশের বন্দর ব্যাবহারের মাধ্যমে তারাও উপকৃত হচ্ছে। প্রকৃতপক্ষে আজ ভারত-বাংলাদেশ সম্পর্ক আঞ্চলিক সহযোগিতা ও সুবিধার দিক থেকে ভারতীয় উপমহাদেশে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়ে আছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক