আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন ঈদের আগে ও পরে ৯ দিন চলাচল করবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি ৫ জোড়া অর্থাৎ ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। শিডিউল অনুযায়ী, যাত্রীবাহী চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন এবং ঈদের পরে ৯-১৪ জুন পর্যন্ত চলাচল করবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে রাত সাড়ে ৩টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে...
ঈদে যাত্রীবাহী বিশেষ ট্রেন চলবে ১০টি
নিজস্ব প্রতিবেদক

ঈদের সময় ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা
নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে বাস মালিকরা যাত্রীপ্রতি অতিরিক্ত ২০০ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। তবে এই প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছে যাত্রী সাধারণ, যাত্রী কল্যাণ সংগঠন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ঈদ সংক্রান্ত অংশীজন সভায় বাস মালিকদের পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরা হয়। বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়, ঈদের সময় যাত্রী সাধারণের যাত্রা হয় একমুখীঅর্থাৎ শুধুমাত্র গ্রামের দিকে। ফলে ফিরতি পথে বাস ফাঁকা যায় এবং এতে লোকসান গুনতে হয়। এ কারণেই যাত্রীপ্রতি ২০০ টাকা অতিরিক্ত ভাড়া নির্ধারণের দাবি করা হয়েছে। বাস মালিকদের যুক্তি: বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন, বাসে যদি ৭৫ শতাংশ যাত্রী থাকে, তাহলে ১০ শতাংশ লাভ হয়। কিন্তু ফেরার পথে যদি মাত্র ২৫ শতাংশ যাত্রী থাকে, তাহলে লোকসান হয়। তাই...
জানা গেল ঈদের ১৩ দিন কত ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার আগে ও পরে টানা ১৩ দিন দৈনিক ২৪ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের দিন, আগের সাতদিন ও পরের পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখা হবে। আজ সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী- ঈদুল আজহা উপলক্ষে যাত্রী-সাধারণের পারাপারের নিমিত্ত পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা এবং কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি আগামী ২০ মে-র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদের এক সপ্তাহ আগে থেকে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসহ ওয়াসা, ডেসকো, ডিইএসএ/ডিপিডিসি, তিতাস, টেলিফোন ইত্যাদির জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হবে। আরও পড়ুন ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমানই কিনছে বাংলাদেশ ১১ মে, ২০২৫...
র্যাবের নাম, পোশাক পরিবর্তন নিয়ে ৫ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক

র্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র্যাবের নাম, পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে। উপদেষ্টা আরও বলেন, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর