ষোড়শ সংশোধনী : ৬ বিচারপতি শুনতে পারবেন কি-না আদেশ ২৩ নভেম্বর

ষোড়শ সংশোধনী : ৬ বিচারপতি শুনতে পারবেন কি-না আদেশ ২৩ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন, বর্তমান ৬ জন বিচারপতির আপিল বেঞ্চ শুনতে পারবেন কি-না, এ বিষয়ে আদেশ আগামী ২৩ নভেম্বর।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। শুনানি দুই সপ্তাহ পেছাতে গত ৮ নভেম্বর রিটকারী আইনজীবী মনজিল মোরসেদের পক্ষে আবেদনের কারণে, ৯ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ ১৬ নভেম্বর নতুন দিন ধার্য করেছিলেন।

এরই ধারাবাহিকতায় আজ মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিলো।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ ক্ষমতা ফিরে পায় সংসদ।

সংবিধানের মূল কাঠামোতে পরিবর্তন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, এই যুক্তিতে ষোড়শ সংশোধনী হাইকোর্টে চ্যালেঞ্জ করেন ৯ আইনজীবী। ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করে।

২০১৭ সালের ৩ জুলাই তখনকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন। আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আবেদন করে রাষ্ট্রপক্ষ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক