সব সূচকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ দুই পুঁজিবাজারে 

সংগৃহীত ছবি

সব সূচকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ দুই পুঁজিবাজারে 

অনলাইন ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকল মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ২৮৪ কোটি ২৩ লাখ টাকা কম।  

ডিএসই প্রধান সূচক ১ পয়েন্ট কমে  অবস্থান করছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক দশমিক ৮৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৮ পয়েন্টে। হাত বদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, বিপরীতে কমেছে ৬২টি কোম্পানির শেয়ার দর। আর অপরিবর্তিত আছে ১৬২ টির।  

এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক