পদত্যাগের পর নেতা বললেন, ‌‘আর বিএনপি করব না’

সংগৃহীত ছবি

পদত্যাগের পর নেতা বললেন, ‌‘আর বিএনপি করব না’

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন দুই নেতা। গতকাল বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন উপজেলা বিএনপির সদস্য মো. জহুরুল ইসলাম ও সাইফুল ইসলাম।  

তবে স্থানীয় বিএনপির দাবি, গ্রেপ্তার আতঙ্কে তাঁরা পুলিশি হয়রানি থেকে বাঁচতেই পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান বিএনপি নেতা জহুরুল ইসলাম।

তিনি বলেন, ‘ভবিষ্যতে আর বিএনপির রাজনীতি করব না। ’

জহুরুল ইসলাম উপজেলার তালম ইউনিয়নের চককলামুলা গ্রামের মৃত আলীমদ্দিনের ছেলে।  

চিঠি পাঠানো আরেকজন হলেন একই ইউনিয়নের কুন্দাশন গ্রামের মো. ময়দান আলীর ছেলে সাইফুল ইসলাম।  

অব্যাহতি প্রসঙ্গে জহুরুল ইসলাম বলেন, ‘তাড়াশ উপজেলার বিএনপির কার্যকারী কমিটিতে ৮৯ নম্বর সদস্য হিসেবে আমার নাম দেওয়া আছে।

যা আমি জানি না। আমি এ পদ গ্রহণ করি নাই। আমি নাটোরের সিংড়া উপজেলার একটি বিদ্যালয়ে ২০১০ সাল থেকে প্রধান শিক্ষিকের দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উপজেলা বিএনপির কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। ’

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল বলেন, ‘জহুরুল উপজেলা বিএনপির কার্যকারী কমিটির সদস্য ছিলেন। তিনি বরাবরই সুবিধাবাদী। বিএনপির চলমান আন্দোলনের মধ্যে গ্রেপ্তার এড়াতে পদত্যাগ করেছেন। এখনও তাদের পত্রটি হাতে পাইনি। পেলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ’

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক