‘খালেদা জিয়া মুক্ত, তাকে মুক্তি দেওয়ার কিছু নেই’

সংগৃহীত ছবি

‘খালেদা জিয়া মুক্ত, তাকে মুক্তি দেওয়ার কিছু নেই’

অনলাইন ডেস্ক

মুক্ত মানুষকে মুক্তি দেওয়ার কী আছে এমন প্রশ্ন রেখে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়া মুক্ত, তাকে মুক্তি দেওয়ার কিছু নেই। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চিঠির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।  

এ সময় নির্বাচন নিয়ে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সংবিধান মতো হবে।

যেটা ’৭২ সালের সংবিধানে ছিল। সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত সরকারের অধীনেই ভোট হয়-সেটাই আমাদের এখানে আছে। বিএনপি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে।
জনগণ যদি ভোট দেয় সেটা গ্রহণযোগ্য নির্বাচন। কে আসলো, কে আসলো না সেটা বিবেচ্য নয়।

আনিসুল হক বলেন, সরকার এখন থেকে রুটিন কাজ করবে। উন্নয়ন কাজগুলো চালু থাকবে। নতুন প্রকল্প হবে না। নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বিচার বিভাগ স্বাধীন, সুপ্রিমকোর্টের অধীনে নিম্ন আদালত চলবে।  

news24bd.tv/আইএএম