সারাদেশে নৌযান চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

সারাদেশে নৌযান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়ে নদীবন্দরগুলোতে কোথাও তিন নম্বর আবারও কোথাও ১ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিধপ্তর। এ অবস্থায় শুক্রবার সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

আরও পড়ুন...ধেয়ে আসছে ‘মিধিলি’, দুই সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত

এদিকে শুক্রবার অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক