ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপসের ব্যবহার

সংগৃহীত ছবি

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপসের ব্যবহার

অনলাইন ডেস্ক

পথ খোঁজায় জুড়ি নেই গুগল ম্যাপসের। যেকোনো ঠিকানা বা অবস্থানের খুব সহজেই মেলে এই অ্যাপসের মাধ্যমে। কিন্তু সমস্যা ইন্টারনেট সংযোগ না থাকলে গুগলের ম্যাপসের সেবা পাওয়া যায় না। তবে অফলাইন সুবিধা কাজে লাগিয়ে ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করা সম্ভব।

অফলাইনে গুগল ম্যাপস ব্যবহারের জন্য প্রথমে গুগল ম্যাপসের ডানদিকের ওপরের অংশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে অফলাইন ম্যাপস অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সিলেক্ট ইউর ওন ম্যাপ’ অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় এলাকার ম্যাপ নির্ধারণ করতে হবে। জুম করে নির্দিষ্ট এলাকাও নির্ধারণ করা যাবে।

এলাকা নির্ধারণ করে ডাউনলোড বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড হয়ে যাবে।

ফলে ইন্টারনেট সংযোগ ছাড়াই যেকোনো সময় ম্যাপটি দেখে নির্দিষ্ট গন্তব্যে যাওয়া যাবে।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক