রাজশাহীতে ঢিলেঢালা হরতাল পালন 

সংগৃহীত ছবি

রাজশাহীতে ঢিলেঢালা হরতাল পালন 

অনলাইন ডেস্ক

হরতালের প্রভাব নেই রাজশাহীতে। সকাল থেকেই ভদ্রার আন্তজেলা বাস কাউন্টার থেকে বাস চলাচল শুরু হয়। এছাড়া রেলগেট এলাকা থেকে নওগাগামী ও বাসস্ট্যান্ড থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাস চলাচল করছে৷ পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজশাহী থেকে সব ধরনের বাস ছেড়ে যাচ্ছে। বাসের  পাশাপাশি সময়মতো ট্রেনও চলাচল করছে।

খোলা আছে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান।  

তবে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত৷ সকাল সাড়ে ৯টার দিকে নগরীর অলকার মোড়ে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা সরে পড়েন।

তবে হরতাল সমর্থনে বিএনপি সমর্থকদের কোনো অবস্থান দেখা যায়নি।

আর হরতালের প্রতিবাদে নগরীর বিভিন্ন মোড়ে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করছে। হরতালে নাশকতা প্রতিরোধে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি টহল দিচ্ছে৷

news24bd.tv/আইএএম