পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধে ব্লিঙ্কেনকে ১১ কংগ্রেসম্যানের চিঠি

সংগৃহীত ছবি

পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধে ব্লিঙ্কেনকে ১১ কংগ্রেসম্যানের চিঠি

পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন ১১ কংগ্রেসম্যান।  চিঠিতে তারা বাইডেন প্রশাসনকে পাকিস্তানকে ভবিষ্যতে মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, যতক্ষণ না দেশটি সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করে; তৎক্ষণ তাদের সহয়তা বন্ধ করা হোক।  

সূত্র বলছে, এই ১১ আইন প্রণেতা বিদেশি সহায়তা আইনের ধারা ৫০২(বি) এর অধীনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন সহজতর করেছে কি না তা মূল্যায়ন করতে স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে একটি আইনি সিদ্ধান্তের অনুরোধ করেছেন।

news24bd.tv/আইএএম