‘দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে’

সংগৃহীত ছবি

‘দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে’

অনলাইন ডেস্ক

এখন নভেম্বরের তৃতীয় সপ্তাহ চলছে। এ সময়ে সাধারণত ডেঙ্গু রোগের প্রকোপ কমে আসে। কিন্তু চলতি বছর এখনো কমেনি ডেঙ্গুর প্রকোপ। বরং ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বমুখী হার অব্যাহত রয়েছে।

 

গত ১৫ নভেম্বর একদিনেই সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রাণ গেছে ১৯৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৮ হাজার রোগী। ২০২১ সালে পুরো একবছরে ডেঙ্গুতে মারা গিয়েছিল ২৮৪২৯ জন।

এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর প্রকোপ চলবে আরও দুই সপ্তাহ। এরপর ডিসেম্বর নাগাদ শীত নামার পর এডিস মশার প্রজনন ও বংশবৃদ্ধি কমলে ডেঙ্গুর প্রকোপ কমবে। এসময়ে এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা চালু রাখার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষায় কার্যকর উপায় মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ২০২৩ সালকে উঞ্চতম বছর হিসেবে ঘোষণা করা হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ, এডিস মশার বংশবৃদ্ধি এবং সংক্রমণের হার তাপসমাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জলবায়ুর পরিবর্তনের সরাসরি শিকার হচ্ছি আমরা। ডিসেম্বর মাস চলে আসলেও তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই।

তিনি বলেন, আমরা যদি স্টাটিজিক্যালি ভালো কর্মসূচি বা কর্মকৌশল না নিতে পারি তাহলে আগামীতে আরো বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে বলে মনে করছি আমরা।  

এই রকম আরও টপিক