মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত : উদ্ধার শুরু হয়নি ৮ ঘণ্টায়ও

সংগৃহীত ছবি

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত : উদ্ধার শুরু হয়নি ৮ ঘণ্টায়ও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনার ৮ ঘণ্টা পরেও উদ্ধার তৎপরতা শুরু হয়নি। রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান করে। সকালে এটি সেখান থেকে ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, ট্রেনের একেবারে পেছন দিকের গার্ড ব্রেকের লাগোয়া বগিটি লাইনচ্যুত হয়। তবে এ কারণে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বেলা আড়াইটায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারে কোন ধরনের তৎপরতা শুরু করা হয়নি।

news24bd.tv/FA