ভারতের ২৪০, এর চেয়ে কম রান করে বিশ্বকাপ জিতেছে কোনো দল?

সংগৃহীত ছবি

ভারতের ২৪০, এর চেয়ে কম রান করে বিশ্বকাপ জিতেছে কোনো দল?

অনলাইন ডেস্ক

আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিক ভারত। ২৪০ রানেই অলআউট হয়েছে দলটি। বিশ্বকাপ ফাইনালে এত কম রান নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে লড়াই করা কঠিনই হবে ভারতের জন্য। তবে এর চেয়ে কম রান ডিফেন্ড করেও আছে বিশ্বকাপ জয়ের রেকর্ড।

এই ভারতই ১৯৮৩ সালে মাত্র ১৮৩ রান করে হারিয়েছিল তখনকার শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজকে।  

বিশ্বকাপ ফাইনালে আগে ব্যাট করে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি পাকিস্তানের। ৯৯' এ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৯ ওভারে ১৩২ রান তুলতেই অলআউট হয় পাকিস্তান। এই রান অস্ট্রেলিয়া ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে।

এরপরই আছে ভারতের সেই ১৯৮৩ ফাইনাল।

আগে ব্যাট করে ভারতের ২৪০, বিশ্বকাপ ফাইনালে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান নিয়েও লড়তে ভারতের অনুপ্রেরণা এখন তাই সেই ৮৩'র বিশ্বকাপই। এছাড়া ফাইনালে এতো কম রান নিয়ে বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দল।

news24bd.tv/SHS