রোল অব অনার - অস্ট্রেলিয়ার ধারে কাছেও নেই কেউ 

সংগৃহীত ছবি

রোল অব অনার - অস্ট্রেলিয়ার ধারে কাছেও নেই কেউ 

অনলাইন ডেস্ক

নিজেদের রাজত্ব পুনরুদ্ধার করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিশ্বকাপ যেতেই আবারও বিশ্ব ক্রিকেটের মুকুট মাথায় তুললো দলটি। আজ রোববার আহমেদাবাদে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতলো ক্যাঙ্গারুরা।  

ক্রিকেট বিশ্বকাপ চালুর প্রথম আসরে শিরোপা জেতে তৎকালীন সময়ে ক্রিকেট বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজ।

পরের বছরও শিরোপা ঘরে তোলে ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডরা। ১৯৮৩ সালে হ্যাটট্রিক বিশ্বকাপই জিততো উইন্ডিজরা, যদি না কপিল দেবের ভারত রূপকথার জন্ম না দিতো। এরপর ২৮ বছর ২০১১ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ভারত।  

এর মাঝে চারটি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া।

১৯৮৭ সালে প্রথম বিশ্বকাপ জেতে দলটি। এরপর ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ - অর্থাৎ, হ্যাটট্রিক বিশ্বকাপ জেতে ক্যাঙ্গারুরা। ১৯৯২ যায় ইমরান খানের পাকিস্তানের ঘরে, ১৯৬৬ সালে জাদু দেখায় অর্জুনা রানাতুঙ্গার শ্রীলঙ্কা।  

এই আসরের আগে অস্ট্রেলিয়া সবশেষ বিশ্বকাপ জেতে ২০১৫ সালে নিজেদের মাটিতে। গত বিশ্বকাপে ঘরের মাঠে বাজিমাত করে ইংল্যান্ড। ভারতের সামনেও আজ এসেছিল সেই সুযোগ, ঘরের মাঠে উপস্থিত প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শককে আনন্দে ভাসানোর। তবে শেষ দানটা মেরেছে অস্ট্রেলিয়াই।  

বিশ্বকাপে শিরোপা জয়ী দলগুলোর তালিকা :
১৯৭৫ : ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯ : ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩ : ভারত
১৯৮৭ : অস্ট্রেলিয়া
১৯৯২ : পাকিস্তান
১৯৯৬ : শ্রীলঙ্কা
১৯৯৯ : অস্ট্রেলিয়া
২০০৩ : অস্ট্রেলিয়া
২০০৭ : অস্ট্রেলিয়া
২০১১ : ভারত
২০১৫ : অস্ট্রেলিয়া
২০১৯ : ইংল্যান্ড 
২০২৩ : অস্ট্রেলিয়া

news24bd.tv/SHS