খালি ঘরে একাকী ঘুমানো কি ঠিক?

খালি ঘরে একাকী ঘুমানো কি ঠিক?

অনলাইন ডেস্ক

একান্ত প্রয়োজন ছাড়া খালি ঘরে একাকী ঘুমানোর বিষয়ে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। একাকী ঘরে কোনো কারণে ভয় পেলে বা অসুস্থ হয়ে পড়লে অথবা কোনো সমস্যার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন পড়লে-তাকে কে সাহায্য করবে? এজন্য হাদিস শরিফে একাকী ঘুমাতে নিষেধ করা হয়েছে।

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসূল (সা.) একা একা ঘরে থাকতে নিষেধ করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি একা একা ঘুমায় তাকে শয়তান বিভ্রান্ত করে।

তাই একান্ত প্রয়োজন ছাড়া একা একা না ঘুমানোই ভালো। আল্লাহ পাক আমাদের সব অনিষ্ঠতা থেকে হেফাজত করুন।  

তথ্যসূত্র : বুখারি শরিফ, হাদিস নং-২৯৯৮, মুসনাদে আহমদ হাদিস নং-৫৬৫০, কিতাবুন নাওয়াজেল,খণ্ড-১৫, পৃষ্ঠা-২৮৮।

news24bd.tv/তৌহিদ

 

এই রকম আরও টপিক