ফাইনাল হারের পর রোহিত, ‘আমাদের ভাগ্যে ছিল না জয়টা’

সংগৃহীত ছবি

ফাইনাল হারের পর রোহিত, ‘আমাদের ভাগ্যে ছিল না জয়টা’

অনলাইন ডেস্ক

টানা ১০ জয়ে দোর্দণ্ড প্রতাপে ফাইনালে। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবদিক থেকে এগিয়েও ছিল স্বাগতিক ভারত। তবে দলটা অস্ট্রেলিয়া বলেই কি-না, ফাইনালে সব হিসাব পাল্টে গেল। ভারতও ঘরের মাঠে স্টেডিয়ামে উপস্থিত লাখো ভক্তদের সামনে উড়ে গেল।

শিরোপাটা হারালো ৬ উইকেটের হারে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এমন অপ্রত্যাশিত হারের পর ভারতীয় ক্রিকেটাররা বিষণ্ণতায় ভেঙে পড়েন। মোহাম্মদ সিরাজ মাঠেই কাঁদলেন অনেকক্ষণ। চোখ ছলছল করছিল বাকিদেরও।

তবে বুকটা হয়তো সবচেয়ে বেশি পুড়ছিল রোহিত শর্মার। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতে কিংবদন্তি কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পাশে বসা হলো না তার।

ম্যাচ শেষে তাই বুকে পাথর বেঁধেই এলেন পুরস্কার বিতরণী মঞ্চে। সেখানে এই হার নিয়ে রোহিত বলেন, ‘আজ আমরা মোটেও ভালো খেলতে পারিনি। আমাদের ভাগ্যে ছিল না জয়টা। ’

কোনো অজুহাত না রেখে তিনি আরও বলেন, ‘আমরা আজ জেতার জন্য সব চেষ্টাই করেছি, কিন্তু হয়নি। আরও ২০-৩০ রান বেশি হলে হয়তো হতো। কোহলি আর রাহুল একটা ভালো জুটি গড়ার চেষ্টা করছিল। আমরা তখন ২৭০-২৮০ রানের সংগ্রহ আশা করছিলাম। কিন্তু আমরা উইকেট হারিয়েছে অসময়ে। ’

স্কোরবোর্ডে ২৪০ রান নিয়েও অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ শুরুতেই নাড়িয়েই দিয়েছিলেন ভারতীয় দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি। তবে ভারতীয়দের সামনে বাধা হয়ে দাঁড়ান ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। চতুর্থ উইকেট জুটিতে দুজন ২১৫ বলে গড়লেন ১৯২ রানের জুটি।

রোহিতের মতে, তাদের চেয়ে অস্ট্রেলিয়ার জন্য ব্যাটিং করাটা সহজই ছিল। ‘২৪০ রান স্কোরবোর্ডে নিয়ে যা করা দরকার, সেটিই করেছিলাম। দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া গিয়েছিল। কিন্তু ট্রাভিস হেড আর লাবুশেন দাঁড়িয়ে গেল। আমার মনে হচ্ছিল রাতে উইকেটটা ব্যাটিংয়ের জন্য কিছুটা বেশি সহায়ক ছিল। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা আগে ব্যাটিং করে যথেষ্ট রান করে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ ছুড়তে পারিনি। হেড আর লাবুশেনকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ জুটিটির জন্য। ’

news24bd.tv/SHS