মাদারীপু‌রে প্র‌তিমা ভাংচুর, হিন্দু‌দের মা‌ঝে আতঙ্ক

ভেঙে ফেলা প্রতিমা দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ

মাদারীপু‌রে প্র‌তিমা ভাংচুর, হিন্দু‌দের মা‌ঝে আতঙ্ক

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

মাদারীপু‌রের রা‌জৈর উপ‌জেলার বাজিতপুর গ্রা‌মে বৃহস্প‌তিবার গভীর রা‌তে একটি ম‌ন্দি‌রের প্র‌তিমা ভাংচুর ক‌রে‌ছে দুর্বৃত্তরা। ঘটনার পর থে‌কে স্থানীয় হিন্দু‌দের মাঝে আতঙ্ক বিরাজ কর‌ছে।  
বা‌জিতপুর ঘোষপাড়া সর্বজনীন ম‌ন্দির ক‌মি‌টির সভাপ‌তি দীনবন্ধু ঘোষ ব‌লেন, রা‌তের আঁধা‌রে আমা‌দের ম‌ন্দি‌রের ভেতরের রাধাকৃষ্ণ প্র‌তিমা‌টি দুর্বৃত্তরা ভে‌ঙে ফে‌লে‌ছে। সকা‌লে পূজা দি‌তে গি‌য়ে বিষয়‌টি আমা‌দের নজ‌রে আসে।

আমরা ইউ‌পি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও রা‌জৈর থানা‌কে বিষয়টি জানাই। প‌রে পু‌লিশসহ স্থানীয় লোকজন এ‌সে দে‌খে গে‌ছে।

স্থানীয় বা‌সিন্দা বাবুল ঘোষসহ একা‌ধিক ব্যক্তি জা‌নি‌য়ে‌ছেন, ঘটনার পর হিন্দু সম্প্রদা‌য়ের ভেত‌রে আতঙ্ক বিরাজ কর‌ছে। নির্বাচ‌নের তফসিল ঘোষণার পরেই এমন এক‌টি ঘটনা ঘটায় আমরা নিরাপত্তাহীনতায় আ‌ছি।

মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য প‌রিষ‌দের সভাপ‌তি ও জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি অ্যাড. সু‌জিত চ্যাটার্জী বা‌প্পি ব‌লেন, বিষয়‌টি প্রশাসন ও এক‌টি প্রভাবশালীমহল ভিন্ন খা‌তে নেওয়ার চেষ্টা কর‌ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দাবি কর‌ছি।

রা‌জৈর থানার ও‌সি জিয়াউল মো‌র্শেদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার সা‌থে সম্পৃক্ত‌দের চি‌হ্নিত ক‌রে আই‌নের আওতায় আনা হ‌বে।

সম্পর্কিত খবর