কুষ্টিয়ায় বিজিবির টহল

কুষ্টিয়ায় বিজিবির টহল

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

হরতাল-অবরোধে জননিরাপত্তা যেন বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে কুষ্টিয়ায় অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে টহল দিচ্ছে বিজিবি।

এদিকে তফশিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ডাকা এ দফার হরতালের দ্বিতীয় দিনেও কুষ্টিয়ায় তেমন প্রভাব পড়েনি। দূরপাল্লার বাসও চলাচল করছে। স্বাভাবিক ট্রেন চলাচল।

খুলেছে সব ধরনের দোকান-পাট ও অফিস-আদালত।

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজ থেকে ৪৭ ব্যাটালিয়ানের এক প্লাটুন বিজিবি নামে শহরে। তারা শহরের বিভিন্ন পয়েন্টছাড়াও কুষ্টিয়া থেকে খুলনা, রাজশাহী ও দৌলতদিয়া মহাসড়কে টহল দিতে থাকে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে- সামনে নির্বাচন তাই সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কাজ করবে তারা।

নির্বাচনের সময় এগিয়ে আসলে প্লাটুন সংখ্যা বাড়ানো হবে।

এদিকে সোমবার সকাল থেকেও কুষ্টিয়া-দৌলতদিয়া, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজশাহী সব রুটেই নিয়মিত বাস ছেড়ে যাচ্ছে। পাশাপাশি আশপাশের জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গাতেও বাস চলাচল করছে। বরিশাল ও ফরিদপুরের বাসও যেতে দেখা গেছে।

পরিবহন শ্রমিকরা বলছেন, অনেকটাই স্বাভাবিক বলা যায় যান চলাচল। আগের চেয়ে যাত্রী অনেক বেড়েছে। বিজিবির টহল দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক