সিলেটে ট্রাক-অটোরিকশা ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

সিলেটে ট্রাক-অটোরিকশা ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

সিলেট নগরীতে ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করেছেন যুবদলের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সকালে আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরের মেহেন্দিবাগ এলাকার উপশহর পয়েন্ট এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে সিলেট নগরের মেহেন্দিবাগ এলাকার উপশহর পয়েন্ট যুবদল নেতাকর্মীরা পিকেটিং করেন।

এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পিকেটিং চলাকালে একটি ট্রাক এবং কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালানো হয়। এ সময় কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া দিলে পিকেটাররা পালিয়ে যান।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে পিকেটিংয়ের চেষ্টা করেন হরতাল সমর্থকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যান।

news24bd.tv/তৌহিদ