অংশগ্রহণমূলক নির্বাচন চায় অস্ট্রেলিয়া

অংশগ্রহণমূলক নির্বাচন চায় অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। তবে গত কয়েকদিনের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে দেশটি।

আজ সোমবার সকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা জানান অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর।

তিনি বলেন, ‘সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।

তবে গেল কয়েক দিনে সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলেও জানান তিনি। তবে এর জন্য ব্যবসার ভালো পরিবেশ বজায় রাখা জরুরি।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময়ও অস্ট্রেলিয়া উচ্চমানের সমর্থন দিয়েছে।

সে দেশে পড়ালেখা করার জন্য ভিসা প্রক্রিয়াকে সহজ করার আহবান জানানো হয় আজকের বৈঠকে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক