কাঁচা হলুদ চা, কীভাবে বানাবেন?

সংগৃহীত ছবি

কাঁচা হলুদ চা, কীভাবে বানাবেন?

অনলাইন ডেস্ক

আদার মতো, হলুদের মূল দিয়ে পুষ্টিকর ও সুস্বাদু চা তৈরি যায়। জনস হপকিনস মেডিসিনের একজন অনকোলজি বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ, মেরি-ইভ ব্রাউন কাঁচা হলুদের প্রস্তুত প্রণালি দিয়েছেন এভাবে...

২ টেবিল চামচ কাঁচা হলুদের কাটা মূল বা ২ চা-চামচ হলুদগুঁড়া।

১-২ কাপ পানিতে ফুটিয়ে নিন।

কম আঁচে ৫ মিনিট সেদ্ধ করুন।

তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তারপর স্বাদ পরিবর্তন করতে লেবু ও মধু যোগ করুন। ব্যস হয়ে গেল কাঁচা হলুদের চা। এই চা আপনি গরম ও ঠান্ডা দুইভাবে খেতে পারেন।

news24bd.tv/TR