কেন্দুয়ায় ফের বিএনপি নেতাকর্মীর নামে পুলিশের মামলা

সংগৃহীত ছবি

কেন্দুয়ায় ফের বিএনপি নেতাকর্মীর নামে পুলিশের মামলা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মীর নামে ফের মামলা করেছে পুলিশ। নাশকতার চেষ্টার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে এসআই তাপস বনিক রবিবার এই মামলাটি করেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও এ্যাবের সহ-সভাপতি মোস্তফা - ই- জামান সেলিমসহ নেত্রকোনার ১৪৬ জনকে আসামি করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৩০ থেকে ৪০ জনকে।

মামলার এজহারে বলা হয়, থানার চিরাং ইউনিয়নের কাশিপুরে তাড়াইগামী বাট্টা কাচারী সংলগ্ন বাজারে আসামীরা সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে রাস্তা বন্ধ করে অন্তঘার্তি কাজের মাধ্যমে নাশকতার চেষ্টা করে।  

কেন্দুয়া থানার ওসি জানান, আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারাদেশে গায়েবীর মামলার ঝড় বইছে। প্রতিদিন আমাদের নেতা-কর্মীদের নামে ১০ থেকে ১৫টি মামলা করা হচ্ছে।

যাকে যেখানে পাচ্ছে আটক করছে। এসব করে সরকারের শেষ রক্ষা হবে না।  

বিএনপি নেতা মোস্তফা ই জামান সেলিমের দাবি, রাজনৈতিকভাবে হয়রানী করতে গায়েবী মামলা দিচ্ছে পুলিশ। ২৮ অক্টোবরের সমাবেশের পর কেন্দুয়া থানা পুলিশ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নামে আরও দুইটি নাশকতার মামলা দায়ের করে।
news24bd.tv/AA