প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র জমা

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র জমা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী নিয়মানুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা। একইসাথে দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, ড. মসিউর রহমান ও ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী পদত্যাগপত্র দিয়েছেন।

এদিকে, পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবো বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, পদত্যাগ জমা দিয়েছি সেটা কখন গৃহীত হবে সেটি মন্ত্রিপরিষদ সচিব জানেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেছেন নির্বাচনকালীন সময় দেশ পরিচালনা করবেন। তাই মন্ত্রিপরিষদে যারা নির্বাচিত নই (টেকনোক্র্যাট মন্ত্রী) তারা পদত্যাগ পত্র জমা দিয়েছি।

news24bd.tv/FA