নির্বাচনে মাঠে থাকবে সাড়ে ৭ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য

ফাইল ছবি

নির্বাচনে মাঠে থাকবে সাড়ে ৭ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনে প্রায় সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সোমবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন তিনি। আগামী ৭ নভেম্বর তফসিল ঘোষিত সময়ানুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান কমিশনের এই অতিরিক্ত সচিব।

বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি জানান, ই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে। নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

news24bd.tv/FA