ফিনল্যান্ড আ.লীগের সভাপতি সালেহ, সম্পাদক মাইনুল

সংগৃহীত ছবি

ফিনল্যান্ড আ.লীগের সভাপতি সালেহ, সম্পাদক মাইনুল

অনলাইন ডেস্ক

সালেহ আহম্মেদকে সভাপতি এবং মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ফিনল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর হেলসিংকের স্থানীয় একটি হলরুমে সালেহ আহম্মেদের সভাপতিত্বে এবং মাইনুল ইসলামের পরিচালনায় সম্মেলন এ হয়।

সম্মেলনে টেলি-কনফারেন্সে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এতে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমারদার, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই রবিন, সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনজুরুল আহসান মন্জু, নরওয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল খান, গ্রিস আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল আমিন, সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরী, স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুজ্জামান কিরন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমরেড খোন্দকার, ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী, সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আইয়ান জুবায়ের, পোল্যান্ড আওয়ামী লীগ নেতা শেখ এরশাদুর রহমান, এম মনিরুজ্জামান মনির, মো. নান্নু শেখ, দেলোয়ার হোসেন অপু প্রমুখ।

জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে সভা শুরু হয়।

পরে ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বাণী পাঠ করেন। তারপর টেলি-কনফারেন্সের মাধ্যমে জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশে জামায়াত-বিএনপি আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা দেশটাকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আপনারা প্রবাস থেকে সরকার বিরোধী সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি।

ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন সহ সভাপতি নাজিব মোর্শেদ সংগ্রাম তপন বঙ্গবাসি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম, কামরান হোসেন, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাশরুর রহমান রাব্বী, তথ্য ও গবেষণা সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।


news24bd.tv/AA