বিচার বিভাগের ওপর আস্থা রাখছি : ড. ইউনূস

ফাইল ছবি

বিচার বিভাগের ওপর আস্থা রাখছি : ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে সোমবার দুপুরে শ্রম আদালতে যান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ ইউনূস। শুনানি শেষে পরবর্তী যুক্তি উপস্থাপন ২৬ নভেম্বর দিন ধার্য করে আদালত।

পরে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন, মামলা নিয়ে বিচার বিভাগের ওপর আস্থা রাখছি। এর আগে বৃহস্পতিবার ইউনূসসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

এরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।

২০১১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনুসসহ এই চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক