দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শুরু জাতীয় পার্টির

সংগৃহীত ছবি

দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শুরু জাতীয় পার্টির

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শুরু হয় ফরম বিতরণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই ফরম বিতরণ কার্যক্রম।

এর আগে, গতকাল বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এদিন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এছাড়া দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলামসহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা উপস্থিত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া আনুষ্ঠানিকভাবে পার্টির সিনিয়র নেতাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৫৫৭টি ফরম গ্রহণ করেছেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতা-কর্মীরা।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক