শেষ দিনে বিপুল উৎসাহে মনোনয়ন সংগ্রহ আওয়ামী লীগ নেতাদের 

সংগৃহীত ছবি

শেষ দিনে বিপুল উৎসাহে মনোনয়ন সংগ্রহ আওয়ামী লীগ নেতাদের 

শাফিকুজ্জামান রুবেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন আজ। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে চলছে এ কার্যক্রম। যা চলবে বিকাল চারটা পর্যন্ত।  

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকে দলীয় কার্যালয়ে নৌকার টিকিট প্রত্যাশীদের মনোনয়ন সংগ্রহ ও জমা কার্যক্রম চলছে।

তবে আজ মনোনয়ন ফরম উত্তোলনের চেয়ে জমার পরিমান ছিলো বেশি। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও ছিলো তুলনামূলক কম।

গত তিনদিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ১৯টি এবং এ বাবদ ১৫ কোটি ৬৬ লাখ টাকার ফরম বিক্রি হয়েছে। দলীয় মনোনয়ন ফরম জমা ও ক্রয় করে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন নৌকার প্রার্থীরা।

বঙ্গবন্ধু এভিনিউয়ে নিচতলায় জমা এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় বিভাগ ভিত্তিক চলছে দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম।

গত ১৮ই নভেম্বর শনিবার থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।  

news24bd.tv/TR