গত কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ জনজীবন। আজ রোববারও তাপপ্রবাহ অব্যাহত। তবে আগামী মঙ্গলবার থেকে তা কমতে পারে। রোববার (১১ মে) সকালে ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এসব কথা জানান। তিনি বলেন, পরশুদিন থেকে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। যা ২০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই, তবে এ মাসের শেষভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া চুয়াডাঙ্গা, ঢাকা,...
গরমে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক

ঢাকা রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না: ডিআইজি রেজাউল
অনলাইন ডেস্ক

ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এমন সংগঠনের কেউ কোনো ধরনের তৎপরতায় জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে রেঞ্জের আওতাধীন সব এসপিকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিআইজি রেজাউল করিম বলেন, বিগত সময়ে কিছু উচ্চ বিলাসী ও অপেশাদার আচরণকারী পুলিশ সদস্যের কারণে জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন থেকে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা...
আ. লীগ ঝটিকা মিছিল করলে সর্বোচ্চ বলপ্রয়োগ: ডিবি
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ যদি ঝটিকা মিছিল করে তবে আইনের ভেতর থেকে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। রোববার (১১ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমনটি জানান তিনি। নাসিরুল বলেন, রাজধানীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে পিস্তল, গুলি, বোমা ও প্রাইভেটকার। ডিবি জানায়, সম্প্রতি রাজধানী ও আশপাশের জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়, যারা দীর্ঘদিন বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। এদিকে, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নিষিদ্ধ...
ভারতে বাংলাদেশি লেখক-সোশ্যাল অ্যাক্টিভিস্টদের চ্যানেলও বন্ধ
অনলাইন ডেস্ক

ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের পর এবার বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের চ্যানেলও বন্ধ করলো ইউটিউব। এই চ্যানেলগুলোর ইউটিউব সম্প্রচার দেখা যাচ্ছে না ভারত থেকে। গতকাল শনিবার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব জানিয়েছিল, ভারতে ইউটিউবে ৬টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যমুনা, একাত্তর, বাংলাভিশন, মোহনা, সময় ও ডিবিসি নিউজ। এছাড়া আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলও সেখানে দেখা যাচ্ছে না। এবার জানা গেল এসব ইউটিউব চ্যানেল বন্ধের পর এখন বাংলাদেশের বেশ কয়েকজন প্রবাসী লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। এর মধ্যে রয়েছেন সাংবাদিক ড. কনক সরওয়ার, ইলিয়াস হোসাইন ও জুলকারনাইন সায়ের (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাদের ইউটিউব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর