রূপগঞ্জের ভাইস চেয়ারম্যান হারেসসহ ৩০ জনকে আসামি করে মামলা

সংগৃহীত ছবি

জমি সংক্রান্ত বিরোধ

রূপগঞ্জের ভাইস চেয়ারম্যান হারেসসহ ৩০ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক

বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেসসহ ৩০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতে এ মামলাটি করেন ভুক্তভোগী জাহের আলীর ছেলে শফিকুল ইসলাম। মামলায় অন্য আসামিরা হলো- মো. জাকিবুর রহমান জুয়েল, মো. দুলাল মিয়া (৫০), রফিজ উদ্দিন (৬৫), মো. বাবু (৩৮), আমিনুল (৪৫), মো. মামুন মিয়া (৩৫), মো. জয়নাল (৪০), মো. ইয়াকুব (২৪), মো. সাকিব (২২), শান্ত (২৪), আলামিন (২৫), মো. রিফাত (২৫), মো. নাসিম (২৫), মো. আশিক (২৫), মো. রিফাত মিয়া (২৫), মো. সজল মিয়া (৩২), মো. সজিব মিয়া (২৬), মো. পাপ্পু (২৫), মো. আইয়ুব (২৫), আব্দুল্লাহ (২৯), সজিব (২২), মো. জিয়াউল হক (৪৫), মো. সাইদ (৫৫), মো. ছামাদ (৬০), দেলোয়ার হোসেন (৫০), দিপু (২০), কবির হোসেন (৫০), মো. জুয়েল (২৬) ও মো. হিরন মিয়া (৪০)।

মামলার এজাহারে বলা হয়, সোমবার (২০ নভেম্বর) বেলা ১২টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ভুক্তভোগী শফিকুলের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

এসময় তারা এলোপাতাড়ি মারপিট করে ভুক্তভোগীকে মারাত্মকভাবে জখম করে। এসময় শফিকুলের বড় ভাই আব্দুল মতিন (৪৬) তাকে রক্ষা করতে এলে আসামিরা তাকেও মারপিট করে। এ ঘটনায় আহত হয়েছেন শফিকুলের গাড়ির ড্রাইভার- মো. সুমন মিয়া ও তার বন্ধু বেলায়েত হোসেন (২৫)।

এসময় মামলার ২নং আসামি মো. জাকিবুর রহমান জুয়েল শফিকুলের বড় ভাই আব্দুল মতিনের মাথায় দেশীয় রাম দা দিয়ে কোপ মেরে গুরুতর জখম করে।

এসময় আসামিরা ভুক্তভোগীদের পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় বাধা দিতে গেলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। আহত গাড়ির ড্রাইভার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভুক্তভোগী বেলায়েত হোসেনের মাকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক