নেতাকর্মীদের চাপ, বাড়ছে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র বিক্রির সময়

নেতাকর্মীদের চাপ, বাড়ছে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র বিক্রির সময়

নিজস্ব প্রতিবেদক

নেতাকর্মীদের চাপে আরও একদিন বাড়ছে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম। দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর আস্থা আছে।

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম দেখতে এসে এসব কথা বলেন তৈমুর। এসময় তিনি নিজের জন্য নারায়ণগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তিনি বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত হলে একাধিক আসনেও ভোট করতে পারেন তিনি।

তৈমুর বলেন, প্রত্যাশার চাইতেও বেশি সাড়া মিলেছে তাদের মনোনয়ন বিক্রির কার্যক্রমে। বিএনপির বাইরে ক্ষমতাসীন দলের অনেকেই তাদের হয়ে ভোটে অংশ নিতে চায় বলেও জানান তিনি।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক