বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপকারী হেলমেট পরা দুজনকে পালিয়ে যেতে পুলিশ সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এদিন সকালে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে বাসার নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন।
মির্জা আব্বাস বর্তমানে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের এক মামলায় কারাগারে আছেন।