নির্বাচন বাঁধাগ্রস্ত হয় এমন কিছু করবে না দুদক : মঈনুদ্দিন

সংগৃহীত ছবি

নির্বাচন বাঁধাগ্রস্ত হয় এমন কিছু করবে না দুদক : মঈনুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বাঁধাগ্রস্ত হয় এমন কিছু দুদক করবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। তবে সাধারণ মানুষের মতো দুদকও চায় দুর্নীতিবাজরা ক্ষমতায় যেন না আসে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজরা নানাভাবে শক্তিশালী, তাদেরকে ধরতে দুদককে বেগ পেতে হচ্ছে।

প্রত্যাশার তুলনায় দুদক এগোতে পারেনি স্বীকার মঈনউদ্দিন আব্দুল্লাহ বলেন, পৃথিবীর সব দেশের দুর্নীতি কম বেশি আছে। জনগণ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিলেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানান তিনি।

অনুষ্ঠানে দুদক কমিশনার আছিয়া খাতুন বলেন, দুর্নীতি এমন একটা ভয়ঙ্কর ব্যাধি যা পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলে। কিছু সংকটের কারণে চাইলেই সকল দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করা সম্ভব না বলেও জানান তিনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক