মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ‘গোমতি’

সশস্ত্র বাহিনী দিবস

মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ‘গোমতি’

বাগেরহাট প্রতিনিধি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস গোমতি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

যুদ্ধ জাহাজটি আজ মঙ্গলবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পযর্ন্ত মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর দিঘরাজে বিএনএস মোংলা ঘাটিতে উন্মুক্ত রাখা হয়।

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস গোমতি জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ যুদ্ধ জাহাজটি দেখতে ভিড় জমান দিঘরাজে মোংলা নৌঘাটিতে।

সাধারণ দর্শনার্থীরা যুদ্ধ জাহাজটি ঘুরে দেখার সময় নৌবাহিনীর সদস্যরা যুদ্ধের বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে ধারণা দেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দিঘরাজে বিএনএস মোংলা ঘাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে নৌঘাটিসহ যুদ্ধ জাহাজগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। করা হয়েছে আলোকসজ্জা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানান মোংলা ঘাটির কর্মকর্তারা।

news24bd.tv তৌহিদ