মিরপুরে অগ্নিসংযোগ বেশি, রাজধানীর বাইরে বগুড়া সদরে

সংগৃহীত ছবি

মিরপুরে অগ্নিসংযোগ বেশি, রাজধানীর বাইরে বগুড়া সদরে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী পরিবেশ ঘিরে উত্তাল সারাদেশ। ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। রাজধানীর দক্ষিণ সিটিতে অগ্নিসংযোগের পরিমাণ বেশি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যার মধ্যে উত্তর সিটির আওতাধীন মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস থেকে পাঠানো তথ্যে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই ২৪ দিনে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক দিনে গড়ে ৭টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এ সময়কালে দিনে গড়ে প্রায় ৫টি করে বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটিতে আগুনের ঘটনা বেশি। এর মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি।

সারাদেশের মধ্যে ৩৪ জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩০ জেলায় কোনো আগুন দেয়ার ঘটনা ঘটেনি। ৬০টি উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪৩৫টি উপজেলায় আগুন দেয়নি দুর্বৃত্তরা। জেলা হিসেবে গাজীপুরে, উপজেলা হিসেবে বগুড়া সদরে আগুনের ঘটনা সবচেয়ে বেশি।

আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিট ও ১৮৮৮ জনজনবল কাজ করেছে। দেশে ৬০টি উপজেলায় অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এবং বাকি ৪৩৫ উপজেলায় কোনো আগুনের সংবাদ পায়নি তারা।

news24bd.tv/FA