রূপগঞ্জে নারীকে পুড়িয়ে হত্যা, চেয়ারম্যানপুত্রকে খুঁজছে পুলিশ

রূপগঞ্জে নারীকে পুড়িয়ে হত্যা, চেয়ারম্যানপুত্রকে খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে চেয়ারম্যানপুত্র জুয়েলকে খুঁজছে পুলিশ।

সোমবার রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে দগ্ধ অবস্থায় মৃত্যু হয় বিউটি বেগমের। এর আগে বিকেলে রূপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হারেসের পুত্র জুয়েল বিউটি বেগমের বাড়িতে ঢুকে হামলা চালায় ও তার শরীরে আগুন দেয়।

সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় বিউটি বেগমকে শেখ হাসিনা বার্ন ইনস্টিউটে ভর্তি করা হয়।

এরপর রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন বিউটি বেগমের মেয়ে শিমু।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত জুয়েলকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের আরেক মামলায় একজনকে গ্রেপ্তারের কথাও জানায় পুলিশ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক