কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা : কাদের

সংগৃহীত ছবি

কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা : কাদের

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এই কথা সঠিক নয়।  

আজ বুধবার দুপুরের কিছু আগে তেজগাঁও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে কমনওয়েলথ প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপি আসবে না বলেই একতরফা হবে? বাকিরাও তো নির্বাচন প্রক্রিয়ার অংশ।

এদিকে, কমনওয়েলথ প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে ওবায়দুল কাদের বলেন, নানা অপপ্রচারের মধ্যেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন, এটা ইতিবাচক। আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশের প্রতিনিধিরা আবেদন করেছেন।

উল্লেখ্য, এই বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানসহ দলটির শীর্ষ আরও কয়েকজন নেতা।

news24bd.tv/SHS