নির্বাচন পেছানো নিয়ে যা বললেন ওবায়দুল কাদের 

সংগৃহীত ছবি

নির্বাচন পেছানো নিয়ে যা বললেন ওবায়দুল কাদের 

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের নিয়ম মেনে নির্বাচন আগানো-পেছানোর সিদ্ধান্ত ইলেকশন কমিশনের (ইসি) এখতিয়ার। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।

আজ বুধবার রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নির্বাচনের সময়সীমা ঠিক রেখে যদি তফসিল আগ-পিছ করা হয় এতে আওয়ামী লীগের আপত্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কীভাবে করবে সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) ব্যাপার।

নির্বাচন সম্পন্ন করার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এই সময়সীমার ভেতরে থেকে ভোট সম্পন্ন করতে হবে। এমতাবস্থায় নির্বাচন কমিশন যদি মনে করে ভোট কিছুদিন পেছানো দরকার সেটি তারা করতে পারে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কিছু বলার নেই।

এসময় তিনি আরও বলেন, আমাদের নির্বাচন আমরা করবো, কারা নিষেধাজ্ঞা দিল না দিল তা নিয়ে ভাবছে না আওয়ামী লীগ।

১৪ দলের সঙ্গে আসন বন্টন নিয়েও কোনো সমস্যা নেই জানিয়ে মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেই আমরা ঠিক করবো, আগেও করেছি। মনোনয়ন প্রত্যাহের দিন পর্যন্ত জোটের সমীকরণ চলতে থাকবে।

news24bd.tv/SHS