বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সরকারের কর্মপরিকল্পনা জানতে পারলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না। পতিত স্বৈরাচারের বিষয়ে সকলকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১০ মে) বিকেলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি দলের গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি। এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারের জনগণের কাছে যাতে স্বচ্ছ ধারণা থাকে, সেজন্য বিএনপি তাদের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে, তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না। বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায়। তারেক রহমান আরও বলেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশকে কেউ যাতে তাবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা...
সরকারের কর্মপরিকল্পনা জানতে পারলে জনগণের মাঝে ধোঁয়াশা তৈরি হবে না
নিজস্ব প্রতিবেদক

বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে যা বললেন তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। শনিবার (১০ মে) অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রতি দীর্ঘদিনের অবহেলার বিষয়টি তুলে ধরেন তামিম। তিনি বলেন, এক সময় জাতীয় দলের বিভিন্ন খেলায় চট্টগ্রাম থেকে ৬-৭ জন খেলোয়াড় নিয়মিত থাকতেন। কিন্তু গত ১৫ বছরে এখান থেকে কেবল একজন বা দুইজনই জাতীয় দলে জায়গা করে নিতে পেরেছেন। এমন পরিস্থিতির পেছনে কারণ কী, তা খুঁজে বের করা খুবই জরুরি। তামিম আরও জানান, শুধু ক্রিকেট নয়ফুটবলসহ অন্যান্য খেলাতেও চট্টগ্রাম থেকে বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না, যা অত্যন্ত হতাশাজনক। তবে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই পরিস্থিতির...
১৮ কোটি মানুষের কেউই আ. লীগকে আর দেখতে চায় না: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কঠিন অস্বাভাবিক সময় পার করছে দেশ। হাসিনা পালালেও তার প্রেতাত্মারা ষড়যন্ত্র চালাচ্ছে রাজত্ব প্রতিষ্ঠা করতে। তবে তরুণরা আর সেটি হতে দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন হচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের কেউই আওয়ামী লীগকে আর দেখতে চাই না। মানুষ গণতন্ত্র চায়, অধিকার ফিরে পেতে চায়, শান্তি চায়। তরুণরাই ফ্যাসিস্টদের তাড়িয়েছে, আবার জেগে উঠুন গণতন্ত্র ফেরাতে। সব চক্রান্তকে ব্যর্থ করে দিন। শনিবার (১০ মে) চট্টগ্রামে বিএনপির তারুণের সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আধুনিক, যুগোপযোগী হয়ে দেশকে গড়ে তুলি। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে নয়। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে জিম্মি করে কোনো স্বার্থ আদায় করা যাবে না।...
আমি যদি ঘোষণা না-ও দিই, নিষিদ্ধের আগে রাজপথ ছাড়বেন না: হাসনাত
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যত ষড়যন্ত্র, বিভক্তি ও প্রেশার আসুক, কেউ আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি কোনো ঘোষণা না-ও দিই, আপনাদের মনজিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না। শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসনাত বলেন, ২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, আমরা সে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেক মারব। আমরা গত পরশু থেকে রাস্তায় রয়েছি। যেকোনো সময়ে অসুস্থ হতে পারি। কোনো ষড়যন্ত্রে পড়ে আমার মুখ থেকে যদি আন্দোলন প্রত্যাহার করার কথা বের হয়, তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, আমাদের মত-পথ আলাদা হতে পারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা এক।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর