দিল্লিতে ৯০ দেশের মিশন প্রধানদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচনে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে

দিল্লিতে ৯০ দেশের মিশন প্রধানদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দূতাবাস নেই দিল্লিতে থাকা এমন ৯০টি দেশের মিশন প্রধানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

দিল্লিতে ২৪ নভেম্বর ভারত বাংলাদেশ ফরেন অফিস কনসাল্টেশনের পর এ ব্রিফিং হবে বলে জানিয়েছেন সচিব। সাংবাদিকদের তিনি বলেন, ভারতের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকেও রাজনৈতিক, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

চলতি বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসাল্টেশন এফওসি।

এতে যোগ দিতে ২৩ নভেম্বর বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ভারতের পক্ষে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।

দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনার টেবিলে থাকবে রাজনৈতিক পরিস্থিতি, প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তাসহ অন্যান্য ইস্যু। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আগের এফওসির অগ্রগতি পর্যালোচনা আছে এজেন্ডাও।

সচিব বলেন, বাংলাদেশে সাথে কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু ঢাকায় দূতাবাস নেই এমন দেশের সংখ্যা ৯০। এ সফরে সেসব দেশের দিল্লিতে থাকা মিশন প্রধানদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, এটি নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ, বিশেষ কোনো রাজনৈতিক বার্তা নেই।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক