কুষ্টিয়ায় ঝটিকা মশাল মিছিল থেকে আটক ৩

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় ঝটিকা মশাল মিছিল থেকে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়া শহরের নিশান মোড় থেকে বিএনপির অবরোধ সমর্থিত ঝটিকা মশাল মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটককৃতদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। স্থানীয় এক বিএনপি নেতা মাহফিলে বিরিয়ানী খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন কুষ্টিয়া সদরের বোয়ালদহ মেছপাড়ার মৃত হিরা শেখের ছেলে মো. সোহান (১৯), জিয়ার আলীর ছেলে জুয়েল ইসলাম (১৭) ও মৃত সুরুজ মাহমুদের ছেলে আলিফ মাহমুদ (১৫)।

 

বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ১৫ থেকে ২০ জন কিশোর-যুবকের দল আচমকা নিশান মোড়ে মশাল হাতে মিছিল বের করে। তাৎক্ষণিক এলাকার সচেতন নাগরিকরা তাদের ধাওয়া দেন। এ সময় সবাই পালিয়ে গেলেও ওই ৩ জনকে ধরে ফেলে তারা।  

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, হরিপুরের আলম নামের এক বিএনপি নেতা নিশান মোড়ে মাহফিল শেষে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাদের ডেকে নিয়ে আসে। পরে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে।  

ওসি সোহেল রানা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অর্থ ও মদদদাতাদের খুঁজে বের করা হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক