বগুড়ায় নছিমনে আগুন

বগুড়ায় নছিমনে আগুন

অনলাইন ডেস্ক

বগুড়ার কাহালুতে খড়বোঝাই নছিমনে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কের ডিপতলা এলাকায় এই ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার কবির উদ্দিন দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, তালোড়ার দিক থেকে ২-৩টি মোটরসাইকেলে চড়ে কয়েকজন এসে খড়বোঝাই নছিমনে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

পরে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টার পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তিনি আরও বলেন, আগুন নেভানোর পর বেশ কিছুক্ষণ আমরা ঘটনাস্থলে ছিলাম। কিন্তু নছিমনের চালক বা মালিক কাউকে পাওয়া যায়নি। পরে আমরা চলে আসি।

কাহালু থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, আগুনে নছিমনের কোনো ক্ষতি হয়নি, শুধু খড় পুড়েছে। নছিমনের লোকজনের সঙ্গে কথা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা যাবে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক