তফসিলের পর নাশকতার জন্য মজুদ করা হয় সেই ৭ কেজি বিস্ফোরক

তফসিলের পর নাশকতার জন্য মজুদ করা হয় সেই ৭ কেজি বিস্ফোরক

অনলাইন ডেস্ক

রাজধানীর ফকিরাপুলের একটি বাসা থেকে প্রায় ৭ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মুগদা যুবদল নেতা মো. বাবুল মিয়া (৪০), ও মো. মাসুদ শেখ (৪৫)।

বাবুলের স্বীকারোক্তিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

 

গত ৩০ অক্টোবর বাবুলের নিকট বিস্ফোরকগুলো সরবরাহ করেন মুগদা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের ক্যাডার আল মামুন পান্না।

পান্নার কাছে বিস্ফোরক সরবরাহ করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং যুবদল মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

বাবুলের কাছে এক্সপ্লোসিভ জমা রেখে তফসিল ঘোষণার পর বড় ধরনের নাশকতার নির্দেশ দেন এই দুই নেতা।

আর বোমাবাজ এই চক্রটির দেখভালের দায়িত্বে ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং বিএনপি নেতা নবী উল্লাহ নবী।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক