রামেক হাসপাতালে একদিনে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু 

সংগৃহীত ছবি

রামেক হাসপাতালে একদিনে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু 

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।  

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীরা হচ্ছেন, রাজশাহী, নটোর ও নওগাঁ জেলার বাসিন্দা। তাদের বয়স ১৪-৭০ বছরের মধ্যে।

 

এ নিয়ে রামেক হাসপাতালে মোট ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ১২৭ জন রোগী।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, মৃত চার ব্যক্তির মধ্যে  তিন জনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তবে একজন সম্প্রতি ভারত ভ্রমণ করেছেন।

 

এদিকে, রামেক হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৫০১৭ জন ডেঙ্গু রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮৫৬ জন।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক